তুরষ্কের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান ডিসিসিআই’র

নবায়নযোগ্য জ্বালানি, বায়ু বিদ্যুৎ, অবকাঠামো, পর্যটন, যোগাযোগ, কৃষি ও কৃষিজাত পণ্য এবং ঔষধ ইত্যাদি খাতে তুরষ্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।
ওবিবার তুরষ্ক-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (টিবিসিসিআই)-এর সভাপতি ফ্রিকরেট চিচেক ডিসিসিআই সভাপতির সঙ্গে সাক্ষাত করলে তিনি এ আহবান জানান। এ সময় বাংলাদেশস্থ তুরষ্ক দূতাবাসের বিজনেস কাউন্সিলর টুলে ইয়ানিক এবং তুরষ্ক-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সেক্রেটারি জেনারেল মুরাট কারাকা উপস্থিত ছিলেন।
ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ সরকার বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ট্যাঙ হলিডে, টেকনিক্যাল নো-হাউ, যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক মওকুফ সহ নানাবিধ সুবিধা প্রদান করছে। এসব সুবিধা গ্রহণ করে তুরষ্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
ফ্রিকরেট চিচেক বলেন, তুরষ্কের সরকার বাংলাদেশের সাথে এফটিএ চুক্তি স্বাক্ষরের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং এ থেকে বাংলাদেশী ব্যবসায়ীবৃন্দ ইউরোপের বাজারে তুরষ্কের জন্য বিদ্যমান জিএসপি সুবিধা ভোগ করে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে। তিনি দু’দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
তিনি জানান, আগামী ১৬-২২ জুন, ২০১৪ তারিখে তুরষ্কে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে এবং মেলায় বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণের আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button