“জামায়াত-হেফাজত না ছাড়লে আর কোনো নির্বাচন নয়”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যতদিন জঙ্গি, জামায়াত ও হেফাজতদের সঙ্গ বিএনপি না ছাড়বে, ততদিন দেশে আর কোনো নির্বাচন হবে না। রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন দুটি ধারা তৈরি হয়েছে। একটি ধারা মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণকারী চেতনার ধারা আরেকটি হলো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী ধ্বংসের ধারা। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আর ধ্বংসের ধারার কান্ডারি।
তিনি বলেন, দেশের মানুষ রাজাকারদের সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো প্রকার নির্বাচন দেখতে চায় না।
সমপ্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া কোনো পাগল নন। তিনি পাগলামিও করছেন না।
দেশের সব নাগরিককে খালেদা জিয়া ও তারেক রহমান সৃষ্ট যেকোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।