আমি বহু আরবকে হত্যা করেছি সে জন্য আমার কিছুই হয়নি : ইসরাইলী অর্থমন্ত্রী

ইসরাইলের অর্থমন্ত্রী ও চরম ডানপন্থী জুইশ হোম পার্টির প্রধান নাফতালি বেনেট বলেছেন, আমি বহু আরবকে হত্যা করেছি। সে জন্য আমার কোন সমস্যা হয়নি।
ইসরাইলের জনপ্রিয় সংবাদপত্র ইয়েডিয়ট আহরোনট জানায়, বেনেট গত শনিবার ইসরাইলী মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।
এদিকে পত্রিকায় এ খবর প্রকাশিত হওয়ার পর বেনেট বিষয়টি অস্বীকার করে বলেছেন, সংবাদপত্রটি তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে। তার মুখপাত্র বলেন, তিনি আরবদের হত্যা বলতে সেনাবাহিনীতে থাকার সময় অভিযানে অংশ নেয়াকালে সংঘটিত হত্যার কথা বলেছেন।
ইয়েডিয়ট আহরোনট জানায়, গত শনিবার মন্ত্রিসভার বৈঠকের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকুব আমিড্ররের সাথে ১০৪ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি বিষয় আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।
বেনেট এ সময় তাকে বলেন, সন্ত্রাসীদের ধরতে পারলে স্রেফ তাদের মেরে ফেলতে হবে। তার জবাবে আমিড্রর বলেন, এটা আইন সম্মত নয়। আমিড্ররের কথার জবাবে বেনেট বলেন, আমি জীবনে বহু আরব হত্যা করেছি, সে জন্য আমার কিছুই হয়নি। সূত্র : ওয়েবসাইট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button