জাতীয় প্রেসক্লাবে সপ্তাহব্যাপী বই মেলা শুরু

শুরু হলো জাতীয় প্রেসক্লাবের সপ্তাহব্যাপী বই মেলা। জাতীয় প্রেসক্লাবের হীরক জয়ন্তী এ মেলার আয়োজন করে প্রেসক্লাব কর্তৃপক্ষ। রবিবার বিকালে প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বইয়ের জ্ঞান অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই জ্ঞানের আলো সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
তিনি বইমেলার সফলতা কামনা করে বলেন, প্রতিবছর এ বইমেলা অনুষ্ঠিত হলে তা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে।
ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রয়াত সাংবাদিক এবিএম মূসার মেয়ে পারভীন সুলতানা ঝুমা প্রমুখ।
বাংলা একাডেমিসহ মেলায় ৪৪টি প্রকাশনী ও প্রতিষ্ঠানের বইয়ের স্টল রয়েছে। শতকরা ২৫ ভাগ কমিশনে বই কেনা যাবে। সাংবাদিক ও শিক্ষার্থীরা পাবেন ৩০ শতাংশ ছাড়। সে ক্ষেত্রে বই কেনার সময়  প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।
সবার জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button