ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দেশে ফিরেছেন। সোমবার ভোর ৫টায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি। উল্লেখ্য, গত ৩ মার্চ মাসে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতেই দেড় মাসের দীর্ঘ সফরে সস্ত্রীক যুক্তরাষ্ট্র যান তিনি। তার অবর্তমানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির রুটিন দায়িত্ব পালন করেন।
সিইসি দেশে থাকাকালে প্রথম দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণের সময় যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন তিনি।
১৯ ফেব্রুয়ারিতে শুরু হয়ে পাঁচ দফায় ৩১ মার্চ পর্যন্ত দেশের অধিকাংশ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।