যুক্তরাষ্ট্রে ইহুদিদের ওপর গুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের কানসাসে এক ব্যক্তির বেপরোয়া গুলিতে তিনজন নিহত হয়েছে। রোববার ওভারল্যান্ড পার্কে একটি ইহুদি কমিউনিটি সেন্টার ও একটি বৃদ্ধ নিবাসে এ হামলা চালানো হয়।
পুলিশ জানায়, হামলায় এক বালক আহত হয়। তার অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসা করছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল টেক্সাসের একটি সামরিক ঘাঁটিতে সহকর্মীর গুলিতে তিন সেনা কর্মকর্তা নিহত হয়। তিন সহকর্মীকে হত্যা করে ওই সেনা কর্মকর্তা আত্মহত্যা করে।
টেক্সাসের ফোর্টহুড সেনা ঘাঁটির ভেতরে অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে ওই গুলির ঘটনা ঘটেছিল।
এর আগেও যুক্তরাষ্ট্রে একাধিকবার স্কুল, গির্জা ও রাস্তায় গুলির ঘটনা ঘটেছে। দেশটিতে আশংকাজনকভাবে এ ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে। এ নিয়ে দেশটির সরকারও উদ্বিগ্ন।