মধ্যপ্রাচ্যে সামরিক খাতে ব্যয়ের শীর্ষে সৌদি আরব

Saudi Militaryসৌদি আরব গত বছর সামরিক খাতে ৬,৭০০ কোটি ডলার ব্যয় করেছে। এর মাধ্যমে এ খাতে ব্যয়ের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের প্রথম এবং বিশ্বে চতুর্থ স্থান দখল করেছে রিয়াদ। এ তথ্য দিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট।
এ সংস্থার পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১২ সালের তুলনায় সামরিক খাতে সৌদি ব্যয়  বেড়েছে ১৪ শতাংশ। এ ছাড়া, সামরিক খাতে ব্যয়ের ক্ষেত্রে যুক্তরাজ্য, জাপান ও ফ্রান্সকে পেছনে ফেলে দিয়েছে রাজা শাসিত এ দেশ।
গত ১০ বছরে সৌদি সামরিক ব্যয় দ্বিগুণ হয়েছে বলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের পরিসংখ্যানে  বলা হয়েছে।
অবশ্য, সামরিক খাতে ব্যয়ের ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে আমেরিকা এবং গত বছর দেশটি ব্যয় করেছে ৬৪,০০০ কোটি ডলার। চীন ব্যয় করেছে ১৮,৮০০ কোটি ডলার এবং রাশিয়া ব্যয় করেছে ৮,৭৮০ কোটি ডলার। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর বিশ্বে সামরিক খাতে ১.৭৮৫ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button