ইউক্রেনে নতুন ভবন দখলে নিল রুশপন্থিরা
পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিক্ষোভকারীরা নতুন করে আরও একটি সরকারী ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ইউক্রেনের হরলিভকা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে পুলিশকে হটিয়ে দিয়ে সেটি রাশিয়াপন্থি সরকারবিরোধীরা দখল করে।
হরলিভকা শহরটি এর আগে দখল করা দোনেস্ক শহরের কাছেই অবস্থিত। এর আগে শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক এলাকায় একটি পুলিশ স্টেশন দখলে নেয় একদল রুশপন্থি একদল বন্দুকধারী।
এদিকে ইউক্রেনের চলমান একের পর এক রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য মস্কোকে দায়ী করছে কিয়েভ কিন্তু মস্কো এ দাবি বার বার অস্বীকার করে আসছে। অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট অলেঙান্দার তুর্কেনভ বলেন ভবিষ্যতে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী কোন গণভোট অনুষ্ঠিত হতে দেয়া হবে না।
অন্যদিকে বিক্ষোভকারীদের উপর যে কোন সামরিক অভিযানে ব্যাপারে ইউক্রেনকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।