মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে সিসির মনোনয়নপত্র দাখিল
মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে সোমবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
সিসির আইনজীবী মোহাম্মদ বাহা আবু শুকা কায়রোয় নির্বাচন কমিশনের সদরদপ্তরে গিয়ে সিসির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।
২৬ ও ২৭ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হয়েছে। এতে সিসি বিপুল ভোটের ব্যবধানে জিতবেন বলে ধারণা করা হচ্ছে।
মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত বছর জুলাইয়ে উৎখাত করে ক্ষমতা দখল করেন সিসি। এরপর মুরসি সমর্থক অন্তত ৬ হাজার জনকে হত্যা করা হয়েছে। কারাবন্দি করা হয়েছে হাজার হাজার গণতন্ত্রপন্থীকে।