মাওলানা সাঈদীর আপিল শুনানি শেষ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে বুধবার এই মামলায় ইব্রাহীম কুট্টির হত্যার অভিযোগের নথি তলব-সংক্রান্ত আদেশের শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে রাষ্ট্রপক্ষের উপস্থাপন করা যুক্তিতর্ক খণ্ডন শেষ করেছে আসামিপক্ষ।
এর আগে বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। যুক্তি উপস্থাপনে রাষ্ট্রপক্ষ আপিলের রায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করে।
গত বছর ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেন দেন।
প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেয়া সংক্রান্ত দুটি অভিযোগে মাওলানা সাঈদীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।