ইউরোপীয় সংসদের নির্বাচনে কুকুরটিও ভোটার !
ইউরোপীয় সংসদের আসন্ন নির্বাচনে একটি কুকুরকেও ভোটাধিকার দেয়া হয়েছে। কুকুরটি নাম জিউস। বয়স আট বছর। কুকুরটির মালিক রাসেল হয়েল উত্তর-পূর্ব লন্ডনের নর্টন নামের একটি গ্রামে বাস করেন।
রাসেল জানান, ‘আমার স্পষ্ট মনে আছে লোকজন যখন শুমারি করতে এলো তখন আমি বলেছিলাম যে আমার পরিবারে আছি আমি আর আমার স্ত্রী। আমার ছেলেটার বয়স কম, ভোটার হওয়ার উপযোগী নয়।’
‘কিন্তু দেখা গেল জিউসের নামেও একটি ভোটার কার্ড পাঠানো হয়েছে এবং তার বয়স দেখানো হয়েছে ৬৩ বছর’, যোগ করেন রাসেল।
জিউস হয়েল নামের ভোটার কার্ড পাওয়ার পর তিনি তো অবাক। এরপর তিনি ভোটার নাম্বার, কখন কোথায় ভোট দিতে হবে তা পরীক্ষা করে দেখেন সব তথ্যই ঠিক আছে!
রাসেল বলেন, গণ্ডগোল নিশ্চয় একটা ঘটেছে। সেটা সম্ভবত ঠিকানার ভুল। ৪৫ বছর বয়সী কুকুর-প্রেমিক রাসেল আরো বলেন, এ ঘটনায় তিনি যারপরনাই উল্লসিত। তবে ২২ মে ভোটের দিন তিনি ও তার স্ত্রী কুকুরটিকে নিয়েই ভোটকেন্দ্রে যাবেন। এই সুযোগে কুকুরটিকে হাঁটানোর কাজটাও সেরে ফেলা যাবে।