অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সৌদি সরকার
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশটির আবাসন, শ্রম ও ব্যবসায় আইন ভঙ্গের অভিযোগে অভিবাসীদের বিরুদ্ধে ১০ হাজার থেকে ১ লাখ সৌদ রিয়াল পর্যন্ত জরিমানাসহ দুই বছরের জেল, নিয়োগে নিষিদ্ধ ও প্রত্যাবর্তনের মতো শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সোমবার এ ঘোষণা দেয়া হয়।
সৌদি আরবের জনপ্রিয় ইংরেজি নিউজ পোর্টাল ‘আরব নিউজের’ একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, যেসব অভিবাসী শ্রমিক ভিসা কিংবা হজ, ওমরাহ ও পরিদর্শন ভিসা নিয়ে সৌদি আরবে মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান করছেন মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সরকার এই কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অভিবাসীদের অপরাধের মাত্রা অনুপাতে জরিমানার হার কমবেশি হতে পারে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের দেশে প্রত্যাবর্তন এবং নির্দিষ্ট সময়ের জন্য সৌদি রাজতন্ত্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে’।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আইন ভঙ্গের অভিযোগে যাকে গ্রেফতার করা হবে অভিযোগ প্রমাণিত হলে তাকে আর ছাড়া হবে না। এমনকি জামিনেও ছাড়া হবে না’। আর তাদের অপরাধের মাত্রা নির্ধারণ করবে দেশটির পাসপোর্ট বিভাগের প্রশাসনিক বিভাগ।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্টের বিরুদ্ধে আটক প্রত্যেকে ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবে। আপিলের বিষয়টির মন্ত্রণালয়ের একটি বিশেষ প্যানেল খতিয়ে দেখবে।
প্রতিবেদনে বলা হয়, ‘কোনো অভিবাসীর বিরুদ্ধে প্রথম আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং দেশ থেকে পাঠিয়ে দেয়া হবে। এরপর দ্বিতীয় আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ২৫ হাজার রিয়াল জরিমানা, এক মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। তৃতীয়বার কারো বিরুদ্ধে আইন ভঙ্গে প্রমাণ মিললে তাকে ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কার করা হবে’।
প্রতিবেদনে আরো বলা হয়, ‘যেসব অভিবাসী হজ কিংবা ওমরাহ, পরিদর্শন ভিসাসহ বিভিন্ন ভিসায় মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান করছে তাদেরকে প্রথমবার ১৫ হাজার রিয়াল জরিমানা এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। আর দ্বিতীয়বার এমনটি ঘটলে ২৫ হাজার রিয়াল জরিমানা, তিন মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। আর তৃতীয়বারের ক্ষেত্রে ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কার করা হবে’।
এদিকে কোনো অভিবাসীকে এধরনের অপরাধের জন্য নির্ধারিত সীমানার বাইরে আটক করা হলে তাকে প্রথমবার ১৫ হাজার রিয়াল জরিমানা, এক মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। দ্বিতীয়বারের ক্ষেত্রে ২৫ হাজার রিয়াল জরিমানা, তিন মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কার। আর তৃতীয়বারের ক্ষেত্রে ১ লাখ রিয়াল জরিমানা, ছয় মাসের জেল ও সৌদি থেকে বহিষ্কার করা হবে।’
সৌদি রাজতন্ত্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ইব্রাহিম বাদাউদ বলেন, ‘সৌদিতে বেশ কিছু স্পন্সর লোক নিয়োগের কাজ করে থাকে। তারা আসলে জানে না যে তাদের শ্রমিকরা কী কাজ করছে। এটা একটি ঝুঁকিপূর্ণ ইস্যু। নতুন এই শাস্তির বিধান নিঃসন্দেহে এই ধরনের কাজ প্রতিরোধ করবে’।