বিশ্বকাপের সবচেয়ে দামি দল স্পেন
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ ফুটবল বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে বিশ্বকাপ কেন্দ্রীক উন্মাদনা ততই ডালপালা ছড়াতে শুরু করেছে।বিশ্বকাপ উন্মাদনায় সম্প্রতি আরেকটু রসদ জুগিয়েছে ব্রাজিল ভিত্তিক একটি ক্রীড়া পরামর্শক সংস্থা।প্রতিষ্ঠানটি বিশ্বকাপের ধনী দলগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।যেখানে ব্রাজিল,আর্জেন্টিনা নয় সবচেয়ে ধনী দল হিসেবে দেখানো হয়েছে স্পেনকে।
খেলোয়াড়দের বয়স, ফুটবল দক্ষতা, ফিটনেস, বাজারমূল্য সহ মোট ৭৭টি বিষয় বিবেচনায় দলগুলোর মূল্য নির্ধারণ করেছে প্লারি কনসালটোরিয়া।ফার্মটির তথ্য মতে,স্পেন বিশ্বকাপ দলটির আনুমানিক মূল্য দাঁড়াবে ৪৮৬.৯ মিলিয়ন ইউরো।ধনী দলের এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানটি যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলের দখলে।মেসির দলের মূল্য ধরা হয়েছে ৪৭৪.১ মিলিয়ন ইউরো৷ অন্যদিকে,নেইমারের ব্রাজিলের মূল্য ৪৭০.২ মিলিয়ন ইউরো৷৪৪৫.৬ মিলিয়ন ইউরো সম্ভাব্য দাম নিয়ে পরের স্থানটি জার্মানির দখলে।শীর্ষ পাঁচের অপর দলটি হল ফ্রান্স।রিবেরি-বেনজেমাদের মোট দাম ধরা হয়েছে ৩৯৮.৬ মিলিয়ন ইউরো।বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করা ৩২ দলের মধ্যে সবচেয়ে কম দাম পেয়েছে হন্ডুরাস।এ দলটির দাম মেসির মোট দামের প্রায় এক চতুর্থাংশ৷
এদিকে,বিশ্বকাপের ধনী দেশের পাশাপাশি সম্ভাব্য ধনী ফুটবলারের তালিকাও প্রকাশ করেছে প্লারি কনসালটোরিয়া।১৩৮.১ মিলিয়ন ইউরো দাম নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন লিও মেসি।১০৭.৩ মিলিয়ন ইউরো দাম নিয়ে মেসির পরেই আছেন পর্তুগিজ তারকা রোনালদো।অন্যদিকে,ব্রাজিল সেনসেশন নেইমারের মূল্য ধরা হয়েছে ৬৭.৪ মিলিয়ন ইউরো৷
প্রসঙ্গত,তালিকাটিকে প্রাথমিক বলেছে প্লারি কনসালটোরিয়া।দেশগুলো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর আরেকটি তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।