সৌদি আরবের গোয়েন্দাপ্রধান পরিবর্তন

Saudi Arabia's Prince Bandar bin Sultan al-Saudসৌদি আরবের গোয়েন্দাপ্রধানের পদ থেকে প্রিন্স বন্দর বিন সুলতানকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি ছিলেন সিরিয়া প্রশ্নে রিয়াদের ভূমিকার স্থপতি। মঙ্গলবার এক রাজকীয় ডিক্রিতে এই পরিবর্তনের আদেশ জারি করা হয়। প্রিন্স বন্দরের সহকারী ইউসুফ আল ইদ্রিসিকে ওই পদে নিয়োগ করা হয়েছে।
ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স বন্দরকে ২০১২ সালের জুলাই মাসে সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান করা হয়। তাকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তার দায়িত্ব দেয়া হয়।
সৌদি নিরাপত্তা কর্মকর্তারা গত সপ্তাহে বলেছেন, অস্ত্রোপচারের কারণে প্রায় দুই মাস দেশের বাইরে অবস্থানকারী প্রিন্স বন্দর কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন। তিনি গোয়েন্দাপ্রধানের দায়িত্বেই থাকবেন বলে বলা হয়েছিল।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, প্রিন্স বন্দরের অনুপস্থিতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ ছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান, তিনিই সিরিয়াবিষয়ক ফাইল দেখতেন।
তিনজন নিরাপত্তা কর্মী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কাঁধে অস্ত্রোপচারের পর প্রিন্স বন্দর মরক্কোতে বিশ্রাম করছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button