বেলার নির্বাহী পরিচালকের স্বামী অপহৃত

পরিবেশবাদী সংগঠন বেলা’র প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
জানা যায়, বেলা পৌনে তিনটার দিকে প্রাইভেটকারে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ভূইয়া ফিলিং স্টেশনের সামনে আসামাত্র একটি হাইয়েস মাইক্রোবাস তার গতিরোধ করে। পরে ওই গাড়ি থেকে ৭-৮ যুবক অস্ত্রের ভয় দেখিয়ে সিদ্দিকুরকে তুলে নিয়ে যায়। এসময় গাড়ি থাকা চালক রিপন বাধা দিলে তার দিকে মরিচের গুড়া ছোঁড়ে দেয়া হয়।সিদ্দিকুর রহমান ফতুল্লায় একটি গার্মেন্টেসের ঊর্ধ্বতন কর্মকর্তা।
ঘটনার সত্যতা স্বীকার করে সৈয়দা রিজওয়ানা বলেন, বষয়টি নিয়ে আমি কিছু বলতে পারবো না। আপনারা আমার অবস্থা বুঝতেই পারছেন। আপনারা পারলে আমার জন্য কিছু করেন। এদিকে ঘটনার পরই ফতুল্লার উদ্দেশে রওয়ানা দিয়েছেন রিজওয়ানা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। অপহৃতকে উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
রিজওয়ানার স্বামীকে সুস্থ উদ্ধারের দাবি বাপার:
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে সুস্থ উদ্ধারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি এএসএম শাহজাহান ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন।
বুধবার বিকেলে বাপার সাধারণ সাম্পাদক ডা. মো. আব্দুল মতিন স্বক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমের তারা এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বাপার সভাপতি এএসএম শাহজাহান বলেন, আমরা জানতে পেরেছি যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে বুধবার বিকাল সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ থেকে অপরহরণ করা হয়েছে। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি।
আবু বকর সিদ্দিককে উদ্ধারে পূর্ণ প্রশাসনিক শক্তি প্রয়োগ করার জন্য সকল পরিবেশবাদীদের পক্ষ থেকে আমরা সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা চাই তিনি সম্পূর্ণ সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক।
রিজওয়ানা হাসানের স্বামীর খোঁজে ডিবি:
বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারে নারায়নগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম আবু বকর সিদ্দিককে উদ্ধার করতে অভিযান শুরু করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান শীর্ষ নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি শীর্ষ নিউজকে বলেন, আলোচিত এ অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করতে কাজ করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, ইতিমধ্যে গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে তারা কথা বলে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, অভিযানের পুরো বিষয়টি সমন্বয় করছেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল আলম।
প্রসঙ্গত, বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button