নোবেলজয়ী লেখক গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ আর নেই
নোবেলজয়ী লেখক গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ আর নেই। ৮৭ বছর বয়সে মেঙিকো সিটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মার্কেজের পারিবারির মুখপাত্র ফার্নান্দা ফ্যামিলিয়ার এক ট্যুইটারবার্তায় লিখেছেন, “গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ মারা গেছেন।”
“তার স্ত্রী মার্সেদেস, তাদের ছেলে সন্তান রদরিগো ও গনজালেস আমাকে এই দুঃখজনক সংবাদ জানানোর দায়িত্ব দিয়েছেন”- যোগ করেন ফ্যামিলিয়ার।
সর্বশেষ ৩১ মার্চ তাকে মেঙিকোর রাজধানী মেঙিকো সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাগ্রহণ শেষে সমপ্রতি অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাগ্রহণকালে হাসপাতালের মুখপাত্র জ্যাকুলিন পিনেদা জানিয়েছিলেন, বয়সজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরো বলেছিলেন “বয়সের কারণে তিনি অনেক দুর্বল। তবে এ সময় তিনি বাড়িতেই ভাল থাকবেন।”
ফুসফুস ও মূত্রনালীতে সংক্রমণের কারণে ৮৭ বছর বয়সী এই প্রভাবশালী লেখককে ম্যাঙিকো সিটির হাসপাতালে নেয়া হয়েছিল।
সামপ্রতিক বছরগুলোতে জাদুবাস্তবতার ঘোর সৃষ্টিকারী এই কথাশিল্পীকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। মেঙিকোয় বসবাসকারী এই লেখক বেশ কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মার্কেজকে স্প্যানিশভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়। জাদুবাস্তবতার কৌশলে রচিত ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড’ (একশ বছরের নিঃসঙ্গতা) উপন্যাসের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত পান।
১৯৬৭ সালের এই উপন্যাসটি বিশ্বব্যাপী ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ১৯৮২ সালে মার্কেজ নোবেল পুরুষ্কারে ভূষিত হন।