দেশজুড়ে বিশেষ সতর্কতা
সৌদি আরবে মারস ভাইরাসে ৭১ জনের মৃত্যু
সৌদি আরবে মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম (MERS) নামক একটি ভাইরাসের প্রাদুর্ভাবে ৭১ জনের মৃত্যু হয়েছে। তবে এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০৫ জন। মারস নামক এই ভাইরাসে মহামারির আশঙ্কায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, এটা প্রথম চিহ্নিত হয়েছিল ৫২ বছর বয়সী এক ব্যক্তি আক্রান্ত হওয়ার পরে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ রোগে আক্রান্তদের ৩৫ শতাংশই মারা গেছে। এরমধ্যে ৩৭ জন এক মাসেরও কম সময়ে জেদ্দাতেই মারা গেছেন এদের মধ্যে ২১ জন ছিলেন চিকিৎসক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডা. আব্দুল্লাহ আল রাবেয়া প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের চিকিৎসকদেরও ভাইরাস আক্রান্তদের চিকিৎসার সময় বিশেষ ব্যবস্থা নিতে হবে।
দেশটির পূর্ব প্রদেশে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও এখন অন্যান্য অঞ্চলেও তা দেখা দিচ্ছে। এর মধ্যে রাজধানী রিয়াদেই ৮২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর জেদ্দায় ৩৭, আল-আহশায় ২৫, দাম্মামে ২৩ হাফর আল বাতেনে ১১, আসির এবং মদীনায় ৭, তায়েফে ৫, আল যউফ এবং কাসিমিতে ২, নজরান এবং বিশায় একজন করে আক্রান্ত হয়েছে।