লন্ডনের সেলুনে কিম জং উনের ছবির পোস্টার
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ছবি পোস্টারে ব্যবহার করে চুল কাটার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে লন্ডনের একটি সেলুন পরিদর্শন করেছেন পিয়ং ইয়ংয়ের কর্মকর্তারা। এ জাতীয় পোস্টার তৈরির কারণ জানার জন্য সেলুনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তারা। দক্ষিণ ইলিংয়ের এমঅ্যান্ডএম হেয়ার একাডেমি নামের সেলুনের পোস্টারে ‘খারাপভাবে চুল কাটার দিবস’ এমন একটি প্রশ্নবোধক বাক্যের নিচে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ছবি ব্যবহার করা হয়।
গত ৯ এপ্রিল এ পোস্টার টানানো হলে পরের দিনই উত্তর কোরিয়ার দুই কর্মকর্তা সেলুনটিতে হাজির হন। তারা সেলুনটির ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে চান। এ সেলুন থেকে উত্তর কোরিয়ার দূতাবাসে হেঁটে যেতে ১০ মিনিট সময় লাগে।
সেলুনটির নাপিত কারিম নাব্বাচ বলেন, জিজ্ঞাসাবাদ করতে চাইলে উত্তর কোরিয়ার দূতাবাস কর্মকর্তাদের সেলুন ত্যাগ করতে বলা হয় এবং সেলুনের ব্যবস্থাপক বিষয়টি পুলিশকে অবহিত করেন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছে, তারা এ ঘটনার সঙ্গে যুক্ত সবার সঙ্গে কথা বলেছেন এবং তাতে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।