তরুন এনআরবিদের প্রতি রাষ্ট্রপতি : দেশের উন্নয়নে অবদান রাখুন

BCCIরাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তরুন প্রজন্মের অনাবাসিক বাংলাদেশিদের (এনআরবি) প্রতি দেশের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁদের দেশের উন্নয়নে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা চেম্বারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তারা বলেন যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের বিকাশে তাঁরা কাজ করে যাচ্ছেন।
রাষ্ট্রপতি চেম্বারের কর্মকান্ডের প্রশংসা করেন এবং মেধা স্থানান্তর ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থসামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা যাতে অবদান রাখেন, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণে তাঁদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button