দাঁড়ি-টুপি দেখলেই জঙ্গি বলা হয় : আল্লামা শফী
শুধু দাঁড়ি-টুপি দেখলেই জঙ্গি বলা হয় অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী। তিনি বলেন, আমরা জঙ্গিবাদী নই, কোনো মাদরাসায় কোনোদিন মারামারি হয়েছে এমন প্রমাণ দিতে পারলে পুরস্কৃত করা হবে। কিন্তু প্রতিদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়, গোলাগুলি হয়, খুনোখুনি হয় এবং যারা এসব করে তাদেরকে জঙ্গী বলা হয় না। শুধু দাঁড়ি টুপি দেখলেই জঙ্গি জঙ্গি বলে চিল্লানো হয়।
শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় ‘একামতুদ্দীন’ সংগঠন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আল্লামা শফী বলেন, আওয়ামী লীগ সরকারের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। প্রধানমন্ত্রীকেও গালি দেই না, কাউকে গদি থেকে নামানো আমাদের উদ্দেশ্য নয়। গদিতে যাওয়াও আমাদের উদ্দেশ্য নয়।
তিনি বলেন, আমরা আল্লাহ ও তার রসুলের কথা মানুষকে বলব, যদি বলতে না দাও তাহলে আমাদেরকে জবাই করে দাও।