‘তোকে মেরেও লাভ নেই’

অপহরনের অভিজ্ঞতা বর্ণনায় বেলার প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক বলেছেন, অপহরনের পর অপহরনকারী এক জন আমাকে বলেন, তোকে মেরেও আমার কোন লাভ নেই, আবার ছেড়েও লাভ নেই। কারণ তোকে মারলে আমি কোন টাকা পাবো না।
আবু বকর জানান, অপহরনের পর থেকেই আমাকে চোখ বেঁধে রাখা হয়। রাতে ঘুমাতে দেয়া হয় ফ্লোরে। আর সকাল বেলা আমাকে তারা খাবার খেতে দেয়। অপহরণ থেকে মুক্তি লাভের পর শুক্রবার বিকালে রাজধানীতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদসম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অপহরনকারীরা আমাকে বলে, তোর স্ত্রীর এতো প্রভাব কেন?
আবু বকর বলেন, আমাকে অপহরনের মিনিট-তিন একের ভিতরই তারা পিস্তল ঠেকিয়ে গাড়িতে ঢুকিয়ে দেয়। এরপর তারা আমার হাত-পা বেধে দেয়া হয়। এর পর আমি আর কিছুই বলতে পারিনা।
ফিরে আসার স্মৃতিচারণ করে তিনি বলেন, রাতে চোখ বেধে আমাকে গাড়িতে করে রওয়ানা দেয়া হয়। রাতা ১০টা ১০ এর দিকে আমাকে নিয়ে গাড়িতে ঢোকানো হয়। এর ঘন্টাখানিক পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে পকেটে ৩০০ টাকা ধরিয়ে দেয়। আর আমাকে বলে সিএনজি করে বাসায় চলে যেতে।
সংবাদ সম্মেলনে বেলার প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসানের বলেন, আমরা পরিবারের কেউই নিরাপত্তা বোধ করছিনা। তিনি বলেন, আমার স্বামীকে কি কারণে অপহরণ করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এটা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত সেটা বুঝতে সময় লাগবে। পাঁচ সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা তদন্তের পর এটা বের হয়ে আসবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button