জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন
ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড.মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, দেশে মাদক আর অশ্লীলতার যে সয়লাব চলছে তা প্রতিরোধ করতে না পারলে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, নৈতিক চরিত্র ও জাতীয় অস্তিত্ব এক ভয়াবহ হুমকির মধ্যে পড়বে, যা প্রতিরোধ করা কারো পক্ষে সম্ভব হবে না। মাদক ও অশ্লীলতার আগ্রাসনের শিকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে এর বিষাক্ত ছোবল কত মারাত্মক হতে পারে তার সম্প্রতিক দৃষ্টান্ত আপন পিতামাতার হত্যাকারী ধনীর দুলালী পুলিশ অফিসারের মেয়ে ঐশী। নানা নামের মাদক আর অশ্লীল চলচ্চিত্র, ইন্টারনেট ও হাতে হাতে মোবাইলের মাধ্যমে অশ্লীলতার সর্বগ্রাসী আগ্রাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশের সচেতন মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। নিঃসন্দেহে ধর্মীয় শিক্ষা ও চেতনার বিস্তার এই আগ্রাসন থেকে জাতীয় অস্তিত্ব রক্ষায় আমাদের পথের দিশা দিতে পারে। এ ব্যাপরে আলেম সমাজ, পীর মাশায়েখ ও বুদ্ধিজীবী মহলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অশ্লীলতা ও মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে বাঁচানোর দাবিতে মানববন্ধনে একথা বলেন, ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর মহানগরী আমির মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মওলানা রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান. মহানগরী নায়েবে আমির,মওলান ফারুক আহমদ, মওলানা মাহফুজুর রহমান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা আবুবকর সিদ্দিক ।