পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর গুলিবিদ্ধ
পাকিস্তানের বরেণ্য সাংবাদিক ও জনপ্রিয় টিভি উপস্থাপক হামিদ মীর দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে করাচিতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে তিনি আহত হন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে নাথাখানে নিকটবর্তী শের-ই ফয়সাল এলাকায় মোটর সাইকেলে এসে বন্দুকধারীরা হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। হামিদ মীর এ পথ দিয়ে বিমানবন্দর থেকে অফিসে যাচ্ছিলেন। তাত্ক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
হাসপাতালে আহত হামিদ মীর প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। দু’জন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার শরীরে দুটি গুলিবিদ্ধ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন। এ ঘটনায় এক বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন হামলার নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন।
হামিদ মীরের ওপর হামলার পর থেকে বিভিন্ন সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। সবাই তার প্রতি সমবেদনা জানিয়েছেন। আর হামলাকারীদের নিন্দা করা হচ্ছে।