সোমবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও মানবতাবিরোধী অপরাধে অভিযোগে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।
গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে নেতৃত্বশূন্য করার জন্য জামায়াত নেতাদের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগসমূহ শতভাগ মিথ্যা ও বানোয়াট।’
তিনি বলেন, সরকার দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য দিয়ে ‘দেলোয়ার সিকদারকে ‘দেলাওয়ার হোসাইন সাঈদী’ বানিয়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আদেশ হাছিল করেছে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিমকোর্টে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমাণ আছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারের একজন মন্ত্রী ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় দুই একদিনের মধ্যে হবে বলেও ঘোষণা দিয়েছেন। বিচার করছে আদালত আর মামলার রায়ের তারিখ ঘোষণা করছেন সরকারের মন্ত্রীরা। সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের জন্য মিথ্যা মামলা করে শাস্তি প্রদানের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে আমরা বার বার যে আশঙ্কা ব্যক্ত করে আসছি, মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমাদের সে আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো।’
‘অপরদিকে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্রের মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলা করে বিচারের আয়োজন করেছে। তার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ।’
তিনি বলেন, ‘একই ষড়যন্ত্রের শিকার জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সোবহান, সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাশেম আলী।’