নারীকে উপকরণ হিসেবে ব্যবহারের নিন্দা আয়াতুল্লাহ খামেনীর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, পশ্চিমা দেশগুলো নারীদের বিষয়ে ভ্রান্ত নীতি অনুসরণ করছে। অর্থনৈতিক স্বার্থে নারীকে উপকরণ হিসেবে ব্যবহারের নিন্দা জানান তিনি। শনিবার রাজধানী তেহরানে এক নারী সমাবেশে তিনি এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, বিশ্বজগত সম্পর্কে বস্তুবাদী চিন্তাচেতনাই নারীদের সম্পর্কে পাশ্চাত্যের ভুল দৃষ্টিভঙ্গির প্রধান কারণ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পাশ্চাত্যের দেশগুলো নানা কারণে নারীকে ভুলভাবে বুঝেছে তবে তারা প্রচারযন্ত্রের মাধ্যমে তাদের ভ্রান্ত ও ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। একইসঙ্গে পাশ্চাত্য তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক চিন্তাধারাকে দমন করছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, নারী ও পুরুষের মধ্যে সমতা প্রসঙ্গে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল। সমতা সব সময় ন্যায়বিচারের সমার্থক নয়। ন্যায়বিচার সব সময় সঠিক। কিন্তু সমতা কোনো কোনো সময় সঠিক আবার কখনো কখনো ভুল। রেডিও তেহরান