সৌদিতে স্ত্রীকে গাড়ি চালাতে দেয়ায় জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে স্ত্রীকে গাড়ি চালাতে দেয়ার অপরাধে স্বামীকে জরিমানা করেছে সৌদি পুলিশ। সৌদি গেজেট’র বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ জেলা ট্রাফিক বিভাগ ২৮ বছর বয়সী এক সৌদি নাগরিককে ২৪০ ডলার (৯০০ সৌদি রিয়াল) জরিমানা এবং তার গাড়িটি সাতদিনের জন্য জব্দ করেছে।
গত বৃহস্পতিবার গাড়ি চালানোর সময় ২৩ বছর বয়সী ওই নারী ও তার স্বামীকে আটক করে টহল পুলিশ। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে ওই নারীকেও।
প্রতিবেদনে আরও জানানা হয়েছে, ভবিষ্যতে তারা আর এ ধরনের কাজ করবেন না- এই মর্মে এক অঙ্গীকারনামায় স্বাক্ষর করার পর ওই দম্পতিকে জামিন দেয়া হয়।