রোবট সাবমেরিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিমানের
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে একটি রোবট চালিত ক্ষুদ্র সাবমেরিন ভারত মহাসাগরের নজিরবিহীন গভীরতায় নির্ধারিত এলাকার দুই তৃতীয়াংশ চষে বেড়ালেও বিমানটির ধ্বংসাবশেষের কোনো লক্ষণ পাওয়া যায়নি। এ অবস্থায় সোমবার আবার সাবমেরিনটির নবম মিশন শুরু হচ্ছে। ভারত মহাসাগরের যেসব এলাকায় ব্ল্যাক বক্সের সম্ভাব্য সংকেত সনাক্ত করা হয়েছিল, সেসব এলাকায় অনুসন্ধান চালিয়েছে ব্লুফিন-২১ নামের মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তির সাবমেরিনটি। এই এলাকাতেই এমএইচ-৩৭০ বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে সাগরের গভীরতা ৪৫০০ মিটার বা সাড়ে চার কিলোমটারেরও বেশি।সোমবার আবার নতুন মিশন শুরু করবে ব্লুফিন-২১। এতে আরো অংশ ১১টি জাহাজ ও ১০টি সামরিক বিমান। গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়ার বিমানটি। বিমানটি নিখোঁজ হওয়ার ৪৫দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। বিমান চালনার ইতিহাসে একে সবচেয়ে রহস্যময় দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।