২৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণার দাবি
২৪ এপ্রিল রানা প্লাজা ট্রাজেডিতে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিক পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ দিনটিকে গার্মেন্টস সেক্টরে সরকারি ছুটি দাবি করেছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজা ধ্বংসের এক বছর হলেও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবার। অন্যদিকে ক্ষতিগ্রস্থদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণাও নেই।
তারা বলেন, সরকার এবং বিজিএমইএ যা করছে তা শুধু আন্তর্জাতিকভাবে প্রচার পাবার জন্যই। এ সময় বক্তারা রানা প্লাজা ট্রাজেডিতে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিক এবং তাদের পরিবারকে দেওয়া সাহায্যের পূর্ণাঙ্গ চিত্র জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাগুর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেবউল্লা, একেএম শহিদুল ইসলাম ফারুক, ফেরদৌসি বেগম, শান্তা বেগম প্রমুখ।