অবশেষে পাওয়া গেল সিসির একজন প্রতিদ্বন্দ্বী
মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত সদ্য অবসরে যাওয়া সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির একজন প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে। তিনি বামপন্থী রাজনীতিক হামদীন সাবাহি। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। তখন নির্বাচিত হন ইসলামপন্থী নেতা মোহাম্মদ মুরসি।আগামী ২৬ ও ২৭ মে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে নির্বাচনে সিসির জয়ের ব্যাপারে দৃশ্যত কোনো বাধা নেই।সাবিহি এর আগে সংসদ সদস্য ছিলেন এবং মুবারক আমলে ডজনখানেক বার জেল খেটেছেন। ইরাক যুদ্ধের বিরোধিতা করেও জেল খাটেন তিনি। তার দল পপুলার কারেন্ট পার্টি মুরসি বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের শরীক ছিল।