ব্রিটেনের ২১ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এওয়ার্ড নিয়ে প্রশ্ন

Uni Studentসৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনের প্রতি ছয়টির একটি ইন্সটিটিউশনের হাই ক্লাস ডিগ্রি প্রদান নিয়ে প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটির নতুন রিসার্চ টিম, যেখানে দেখা গেছে অক্সফোর্ড সহ ২১টি বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস কিংবা হায়ার সেকেন্ড ক্লাস ডিগ্রি ব্যাপকহারে প্রদান করা হয়েছে, যা ছাত্রছাত্রীদের বিগত কালের রেকর্ড পরীক্ষা করে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি বলে নতুন স্টাডি রিপোর্ট প্রকাশিত হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে ২০১১ সালে যারা গ্র্যাজুয়েট হয়ে বের হয়েছেন, তাদের একাডেমিক প্রোফাইল রিসার্চ করে দেখা হয়েছে।রিসার্চ টিম শিক্ষার্থীদের বিগত স্কুল ও কলেজ লেভেলের একাডেমিক রেজাল্ট পরীক্ষা করেছেন- সে সবের সাথে গ্রাজুয়েশন ডিগ্রির এওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট তারতম্য রয়েছে।
রিসার্চ টিম সর্বমোট ব্রিটেনের ১২৩টি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট একাডেমিক প্রোফাইল রিসার্চ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রাসেল গ্রুপ, অক্সফোর্ড, নিউক্যাসল, ওয়ারউইক, এক্সিটার, কিংস্টন , লন্ডন ইত্যাদি।
রিসার্চ টিম ইউনিভার্সিটির ডিগ্রির এতো ব্যাপক সংখ্যক প্রথম শ্রেণী ও হায়ার সেকেন্ড ক্লাস ডিগ্রি প্রদানে ব্যাপক অনিয়ম ও সন্দেহ পরিলক্ষনের কথা জানিয়ে লিখছে, এই সব ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সাধারণত: বাইরের এক্সটারনাল দ্বারা পরীক্ষা-নিরীক্ষা ও নম্বর প্রদানের নিয়মের পরিবর্তে বরং ইউনিভার্সিটি নিজেই মার্ক প্রদানের সকল নিয়ন্ত্রণ থেকেই সন্দেহ আরো বেশি ঘনীভূত হয়েছে।
রিসার্চ টিমের মতে, ইউনিভার্সিটি মূলত গণহারে ফার্স্ট ক্লাস ও হায়ার সেকেন্ড ক্লাস প্রদান করে এই বার্তাই দিতে চেয়েছে শিক্ষা প্রদানের ক্ষেত্রে তারা হার্ড পরিশ্রম করে এবং শিক্ষা ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ও উঁচু মানের।
রিসার্চ টিমের মতে, এক্সটার্ণালরা যে মার্ক দিয়ে থাকেন তা পাস মার্ক, তারা মূলত ডিগ্রি শ্রেণী বিন্যাসের মার্ক প্রদান করেননা।
রিসার্চ টিম দেখতে পেয়েছে ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সবচাইতে কম সংখ্যক প্রথম ও হায়ার সেকেন্ড ক্লাস ডিগ্রি প্রদান করেছে কেবলমাত্র ইমপেরিয়াল কলেজ এবং কিংস কলেজ  অথচ এই দুই কলেজে ভাল ডিগ্রি প্রদানের জন্য আশা সব চাইতে বেশী ছিলো বলে তাদের মত। ২০১১ সালে সবচাইতে বেশী হায়ার সেকেন্ড ক্লাস ডিগ্রি প্রদান করেছে এক্সিটার ইউনিভার্সিটি, যা ৮২.৮ পার্সেন্ট ছাত্র ছাত্রী সেখান থেকে ডিগ্রি নিয়েছেন।
পক্ষান্তরে কেমব্রিজ ইউনিভার্সিটি এই টপ দুই ডিগ্রি প্রদানের করেছে ৮৭.৪ পার্সেন্ট আর অক্সফোর্ড প্রদান করেছে ৯০.৯ পার্সেন্ট।
প্রফেসর আলান স্মিত বলেন লিগ টেবিল কেন্দ্রিক শিক্ষার ডিগ্রি হয়ে যাওয়াতে ইউনিভার্সিটি গণহারে প্রথম শ্রেণী বা হায়ার সেকেন্ড ক্লাস দিয়ে সিগন্যাল দিতে চায় লিগ টেবিলে তারা শীর্ষে এবং শিক্ষা প্রদানের ক্ষেত্রে তারা খুবই পরিশ্রমী ও সুনামের অধিকারী অথচ অনেকের একাডেমিক প্রোফাইলের সাথে সামঞ্জস্য না থাকায় প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button