স্কটল্যান্ডে স্বাধীনতার পক্ষে জনমত বাড়ছে
স্বাধীনতার পক্ষে স্কটল্যান্ডে জনমত বাড়ছে। যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যাওয়ার বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে গণভোট হওয়ার কথা রয়েছে; ওই গণভোটকে সামনে রেখে সেখানে স্বাধীনতার পক্ষে জনমত বাড়ছে বলে বিভিন্ন মতামত জরিপে উঠে এসেছে।
স্কটল্যান্ডের দৈনিক পত্রিকাগুলোর জন্য আইসিএম পরিচালিত সর্বশেষ মতামত জরিপে দেখা গেছে, সেখানকার ৩৯ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করেছেন। রোববার এ মতামত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। অন্যদিকে স্বাধীনতার বিরুদ্ধে জনমত চার শতাংশ কমে বর্তমানে তা ৪২ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ মতামত জরিপে দেখা গেছে, সিদ্ধান্তহীনতায় ভুগছেন ৫২ শতাংশ এবং যুক্তরাজ্যের সঙ্গে থাকার বিষয়ে ৪৮ শতাংশ মত প্রকাশ করেছেন।
স্কটল্যান্ডের প্রথমমন্ত্রী আলেক্স সালমন্ড মতামত জরিপগুলোকে উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্বাধীনতার পক্ষে যে তৎপরতা চলছে তা গতি পেয়েছে।