সৌদি যুবরাজের বিরল প্রজাতির দুই হাজার পাখি নিধন
পাকিস্তানে সফরে এসে সৌদি প্রিন্স ফাহদ বিন আবদুল আজিজ সৌদ বিলুপ্তির মুখে থাকা প্রায় দুই হাজার হাউবারা বাস্টার্ড পাখি নিধন করেছেন। চলতি বছরের প্রথম দিকে পাকিস্তানে ১০ দিন অবস্থানকালে তিনি এ কাজ করেন বলে আন্তর্জাতিক মিডিয়ায় মঙ্গলবার এ খবর প্রকাশ করে। অভিবাসী এই পাখির মাংস অত্যন্ত সুস্বাদু ও দামী।
প্রিন্স ফাহদ নিজে মারেন মোট ১,৯৭৭টি। আর তার পাকিস্তানি সঙ্গীরা মারেন ১২৩টি। ফলে মোট পাখি মারা পড়ে ২১ শ’টি।
প্রতি বছর মধ্য এশিয়া থেকে পাখিগুলো পাকিস্তানের মরুভূমিতে অভিবাসন করে। এবারের পাখি নিধনের পর লাহোর হাইকোর্ট শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
সারা বিশ্বে হাউবারা বাস্টার্ড পাখি আছে মাত্র এক লাখ ১০ হাজার। অবৈধ শিকারের ফলে বছরে তাদের সংখ্যা ২০ থেকে ২৯ শতাংশ হারে কমছে।