ইসলাম-বিদ্বেষী দোর্ন ও তার ছেলে মুসলমান হলেন

Van Doorn's Sonবিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে অবমাননাকর চলচ্চিত্রের অন্যতম নির্মাতা ও হল্যান্ডের সংসদের উগ্র ডানপন্থী সদস্য আর্নোড ভন দোর্নের ছেলেও এবার মুসলমান হলেন।
দুবাইয়ে বিশ্ব শান্তি সম্মেলন ২০১৪ চলাকালে দোর্নের ছেলে কলেমা শাহাদাতাইন পাঠ করেন এবং নিজের নতুন নাম রেখেছেন আলী। সম্মেলনের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে।
Van Doorn's Son2আলী মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেছেন যে তার মাও যেন সুপথ বা হেদায়াত পান। তিনি শিগগিরই ওমরাহ হজ পালন করবেন বলেও আশা প্রকাশ করেছেন।
তার বাবা আর্নোড ভন দোর্ন ইসলাম ও মুসলিম বিদ্বেষী ছায়াছবি নির্মাণ করেছিলেন। ওই ছায়াছবিতে বিশ্বনবী (সা.)-কেও অবমাননা করা হয়েছিল।  বিশ্বব্যাপী মুসলমানরা এর প্রতিবাদ ও নিন্দা জানান।
অবশ্য ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মিথ্যাচারের পর দোর্ন নিজেই মুসলমান হয়েছেন বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button