বাংলাদেশি ২০ প্রতিষ্ঠান ভস্মীভূত
নিউ ইয়র্কের বহুতল ভবনে আগুন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়কের্র বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় ৪ তলাবিশিষ্ট ‘ব্লুসোম’ নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনে অবস্থিত প্রায় ২০টি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভবনটির মালিক জানান, তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় ও পরে তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। প্রায় ৬ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ধোয়ার কুণ্ডলীতে একটি শিশু এবং দমকল বাহিনীর একজন সদস্য অসুস্থ হওয়া ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে দীর্ঘসময় লাগায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দমকল বাহিনীর সহকারী প্রধান রবার্ট মেনেস সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ভবনটির ভেতর প্রবেশ করা অসম্ভব ছিল। এ কারণে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা চালানো হয়েছে। এতে সময় কিছুটা বেশি লাগলেও যাতে প্রাণহানি না হয় সেদিকেই গুরুত্ব দেয়া হয়েছে।
আগুন লাগার পর দমকল বাহিনী ও পুলিশ তাদের এপার্টমেন্ট থেকে প্রায় দেড়শ পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়েছে।