ডায়ানার স্মৃতিবিজড়িত উলুরুতে রাজ দম্পতি

Kateব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মঙ্গলবার অস্ট্রেলিয়ার উলুরু সফর করেছেন। উইলিয়াম ও কেটের এ সফর ১৯৮৩ সালে উইলিয়ামের বাবা যুবরাজ চার্লস ও মা প্রিন্সেস ডায়নার উলুরু সফরের কথা স্মরণ করিয়ে দেয়।
বিখ্যাত সাবেক আয়ার্স রকের ওপর দিয়ে ইউলারা বিমানবন্দরে অবতরণ করলে ঐতিহ্যবাহী ভূ-স্বামী ডেইজি ওয়ালকাবাউটসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই রাজ দম্পতিকে স্বাগত জানান। ডেইজি চার্লস ও ডায়নাকেও স্বাগত জানিয়েছিলেন।
শিশুপুত্র জর্জকে নিয়ে তিন সপ্তাহের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফররত উইলিয়াম ও কেটকে ডাউন আন্ডারে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। এই রাজ দম্পতিকে দেখতে দলে দলে লোক সমবেত হয় এবং তাদের নানা উপহার প্রদান করে।
আদিবাসী ভূ-স্বামী এবং আনাঙ্গু নারী-পুরুষরা এই রাজ দম্পতিকে একটি আনাঙ্গু গান ও একটি বিশেষ নৃত্য পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়।
পরে এই রাজদম্পতিকে এক ঝুড়ি কাগুজে চিত্রকর্ম উপহার দেয়া হয়। তাদের একটি খোদাই করা কাষ্ঠফলক এবং আরো নানা উপহার দেয়া হয়।
তবে গরমের কারণে উইলিয়াম ও কেট তাদের নয়মাস বয়সী ছেলে জর্জকে উলুরু নেননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button