প্যারোলে মুক্ত হয়ে শপথ নিলেন জামায়াত নেতা সোহেল
প্যারোলে মুক্তি নিয়ে ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী কারাবন্দী নেতা আরিফুল ইসলাম সোহেল। মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী অঞ্চলের বিভিন্ন উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শপথ নেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুউদ্দিন আহমদ।
বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল কারাবন্দী অবস্থায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি গত ১৮ ফেব্রুয়ারি উল্লাপাড়ার সলপ থেকে গ্রেফতার হন। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গত সোমবার জামায়াত নেতা সোহেলকে সিরাজগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্যারোলে মুক্তি দিয়ে সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে জামায়াত নেতা সোহেল সাংবাদিকদের বলেন, ‘আমাকে নির্বাচিত করায় আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, জনগণের মাঝে ফিরে গেলে আমি তাদের কল্যাণে কাজ করবো।’