মসজিদ মিশনের ঢাকা মহানগর কমিটি গঠন
বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, একমাত্র ইসলামী জীবন বিধানই সামাজিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চিত গ্যারান্টি। সন্ত্রাবাদ, জঙ্গীবাদ ও সকল ধরনের দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ইসলামী জীবন বিধানের কোন বিকল্প নেই। এ ব্যাপারে ইমাম খতীবদেরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ একটি অডিটরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা মহানগরীর দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুফতি আবদুল কাউয়ূম আল আজহারীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মসজিদ মিশন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক নুরুল ইসলাম মল্লিক, আলহাজ্ব কামাল উদ্দিন, মাওলানা সামসুদ্দীন হেলালী, মুফতি মাসউদুর রহমান, হাফেজ মাওলানা আবুল হাসান, মুফতি তাজুল ইসলাম কাওসারী প্রমুখ। উপস্থিত কাউন্সিলদের প্রত্য ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ড. মুফতি আবদুল কাউয়ুমরক সভাপতি ও মুফতি সালেহ সিদ্দিকী-কে সেক্রেটারী করে ১৯ সদস্য বিশিষ্ট মসজিদ মিশন ঢাকা মহানগরী কমিটি পুর্ণগঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক মাওলানা রফিকুর রহমান মাদানী, মাওলানা সামসুদ্দীন হেলালী, মুফতি মাসউদুর রহমান, মাওলানা কাজী জালাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি