তিস্তায় পানিবৃদ্ধি লংমার্চের প্রাথমিক সাফল্য
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বলেছেন, তিস্তায় পানিবৃদ্ধি লংমার্চের প্রাথমিক সাফল্য। মঙ্গলবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক পথসভায় এ দাবি করেন তিনি।
পথসভায় মির্জা ফখরুল আরো বলেন, বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পারলাম- লংমার্চের কারণে ভারত তিস্তায় কিছুটা পানি ছেড়েছে।
লংমার্চ কর্মসূচি সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এটা লংমার্চের প্রাথমিক সাফল্য। আমরা সাময়িক নয়, পুরোপুরি সফলতা চাই।
মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সবার অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারবে।
জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না-উল্লেখ করে তিনি বলেন, আগামী দিন বিরোধী জোট নেতা খালেদা জিয়ার ডাকে আন্দোলনের প্রস্তুতি নিন।