‘ক্ষতি কয়েকশ’ কোটি টাকা’
ভয়াবহ আগুনে অটবির প্রধান কারখানা পুড়ে ছাই
সাভারের বিরুলিয়ায় অটবি ফার্নিচারের প্রধান কারখানায় ভয়াবহ আগুনে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ওই কারখানায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১৫ ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ অগ্নিকাণ্ডে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
অটবির কর্মকর্তারা জানান, ৩০ বিঘা জমিতে ইটের দেয়ালের উপর টিনের ছাউনি দিয়ে গড়ে তোলা পুরো কারখানা আগুন পুড়ে গেছে।
প্রতিষ্ঠানটির প্রধান উৎপাদন কর্মকর্তা ফারুক ইবনে রায়হান বলেন, কারখানার ভিতরে থাকা অনেক দামি যন্ত্রপাতি, কাঁচামাল ও ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, ‘যেসব ফার্নিচার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল সেগুলোরই দাম অন্তত ৫০ কোটি টাকা।’
হিসাব করা ছাড়া ক্ষয়ক্ষতির পুরো তথ্য বলা সম্ভব নয় বলে জানান তিনি।
এটাই অটবির সবচেয়ে বড় কারখানা জানিয়ে রায়হান বলেন, এখান থেকেই দেশ-বিদেশে অটবির সব কাঠের ফার্নিচার সরবরাহ করা হতো।
অটবির কর্মকর্তারা জানান, কারখানার লেকার সেকশনে (কাঠ রং করার স্থান) প্রথমে আগুন লাগে। তখন কারখানায় প্রায় দুইশ’ লোক কাজ করছিলেন। আগুনের খবর শুনে সবাই দৌড়ে বেরিয়ে আসেন। এ সময় কয়েকজন আগুনে সামান্য দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজ বলেন, কারখানার ভিতরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাসায়নিক ভর্তি ড্রাম মাঝে মাঝেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
কারখানার ভিতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানান তিনি।
তিনি বলেন, কারখানার ভিতরে পানি পাওয়া না যাওয়ায় বাইরে থেকে পানি এনে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অটবির কর্মকর্তারা জানান।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।