হামাস-ফাতাহ সমঝোতা চুক্তি
ফিলিস্তিনের বিবদমান হামাস ও ফাতাহর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। গাজা উপত্যকায় আলোচনার পর উভয় পক্ষ চুক্তিতে উপনীত হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঐকমত্যের সরকার গঠনের জন্যে ইসলামপন্থী হামাস ও মধ্যপন্থী ফাতাহ একমত হয়েছে।
ইসরাইলের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পরই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি হামাসের সাথে চুক্তিতে উপনীত হল। ২০০৭ সালে উভয় দলের মধ্যে সহিংস ভাঙনের পর এর আগেও চুক্তি হয়েছে। তবে কখনোই তা বাস্তবায়িত হয়নি।