সিলেট মহানগর জামায়াতের আমীর জুবায়ের মুক্ত
সিলেট মহানগর জামায়াতের আমীর ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাওলানা জুবায়ের আহমদ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দলীয় সূত্রে জানা যায়- মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে প্রায় একডজন মামলা ছিল। মামলার জামিন নিতে ঢাকায় অবস্থানকালে একটি হোটেল থেকে গত বছরের ১৬ মার্চ অ্যাডভোকেট জুবায়েরকে গ্রেফতার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বুধবার তিনি সর্বশেষ মামলায় জামিন পান। বিকেল থেকে তার কারামুক্তির সম্ভাবনার খবরটি নগরীতে ছড়িয়ে পড়ে। জুবায়েরের মুক্তির খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা কারাগারের আশপাশ এলাকায় অবস্থান নেন। তবে সন্ধ্যা ৭টায় জুবায়ের কারামুক্তি পেলে গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীদের কেউই কারাফটকে যাননি। কারামুক্তির পর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে কারাফটকে তার ভাই, স্ত্রী ও মেয়ে তাকে বরণ করেন। পরে একটি সাদা কারে তুলে তাকে নিয়ে যান। প্রায় ১৩ মাস কারাভোগের পর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হলেন।