কক্সবাজার সৈকতে নতুন সংযোজন প্যারাসুট
পর্যটকদের বিনোদনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে এবার ‘প্যারাসুট’ নিয়ে এসেছে স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই প্যারাসুটের সাহায্যে আকাশে উড়তে পারছে যে কেউ। আর প্যারাসুটের সাহায্যে আকাশে উড়তে হুমড়ি খেয়ে পড়েছেন পর্যটকরা। গত ফেব্রুয়ারী থেকে সৈকতে পর্যটকদের বিনোদনের জন্য এই নতুন সংযোজন চালু হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্যারাসুট নিয়ে স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস প্রতিষ্ঠানের কর্মীরা অপেক্ষা করছেন পর্যটকদের বিনোদনের ব্যবস্থা করতে। স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের কক্সবাজারের ইনচার্জ মো. সরওয়ার উদ্দিন বলেন, ‘সমুদ্র সৈকতে বেড়ানো ছাড়া কক্সবাজারে পর্যটকদের তেমন কোনো বিনোদনের ব্যবস্থা নেই। তাই আমরা প্যারাসুটের সাহায্যে আকাশে উড়ার ব্যবস্থা নিয়ে এসেছি। এটি কক্সবাজারে পর্যটনের জন্য একটি নতুন সংযোজন।আশা করি পর্যটকরা আনন্দ পাবেন।’ স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের কর্মী নূর মোহাম্মদ বলেন, ‘আমরা স্পিড বোটের সাহায্যে বিশেষ ব্যবস্থায় প্যারাসুট নিয়ে আকাশে উড়ানোর ব্যবস্থা করেছি। পাঁচ-ছয় মিনিট সময়ের জন্য আকাশে উড়তে গেলে জনপ্রতি দুই হাজার টাকা নিচ্ছি। আর একসঙ্গে দুজন হলে তিন হাজার টাকা।’ তিনি আরো বলেন, ‘পর্যটকরা আগ্রহ নিয়েই প্যারাসুটের সাহায্যে আকাশে উড়ছেন।’