রায়ের বিরুদ্ধে আপিল করেছে জামায়াত
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিটে দিকে আপিল আবেদনের কপি চেম্বারজজ আদালতে জমা দেন দলের আইনজীবী শিশির মোহাম্মদ মনির। আপিল নং ৭৭৮/১৩।
এর আগে বেলা আড়াইটার দিকে বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ রায় দেন।
তিন বিচারপতির মধ্যে দুই জন জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দিয়েছেন। অপরজন ভিন্ন মত পোষণ করেছেন তবে এ ব্যাপারে তার পর্যবেক্ষণ এখনো জানা যায়নি।