রানা প্লাজায় হতাহতদের স্মরণে দোয়া ও র্যালি
রানা প্লাজায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিজিএমইএ। বৃহস্পতিবার দুপুরে বিজিএমই ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, আনওয়ারুল আলম পারভেজ, শফিউল আলম পারভেজ, বিকেএইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, ক্রেতাদের প্রতিনিধি, কারখানা মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন। এর আগে হতাহত শ্রমকিদের স্মরণে শোকর্যালি বের করা হয়।
এ সময় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজার শ্রমিক ভাই-বোনদের জন্য বিজিএমইএ সহায়তা কার্যক্রম বন্ধ করেনি। তাদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। যদি কোনো শ্রমিকের চিকিৎসা করানোর প্রয়োজন হয় তা করাতে প্রস্তুত রয়েছে বিজিএমইএ। তাছাড়া নতুন করে নিখোঁজ শ্রমিকের কোনো তথ্য পাওয়া গেলে তাতেও ওই শ্রমিকের জন্য সহায়তা, দায়ভার কিংবা পুনর্বাসনও করতে প্রস্তুত বলে জানান তিনি।