বাংলাদেশ ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত

Unicefবাংলাদেশ আগামী তিন বছরের (২০১৫-২০১৭) জন্য জাতিসংঘের ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সদর দফতরে বুধবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রসমূহের সকলের সম্মতিতে বাংলাদেশ নির্বাচিত হয়।
বৃহস্পতিবার নিউইর্য়কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এক বার্তায় এ কথা বলা হয়।
নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ইউনিসেফ এঙিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের শিশু ও মহিলাদের উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন।
তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বাংলাদেশের এ বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
এটি সদস্য রাষ্ট্রসমূহের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ সকল সদস্য-রাষ্ট্র বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় ৪০টির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button