‘রায়ের কপি হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে’
জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। বৃহস্পতিবার রায় ঘোষণার পরপরই এ প্রতিক্রিয়া জানান তিনি। তিনি আরো বলেন, জামায়াতী ইসলাম নিজেদের প্রতীক (দাড়ি পাল্লা) নিয়ে নির্বাচন করতে পারবে না। স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে।