৫৪ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ঢাকায়
সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আর তাপ প্রবাহে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। রাজধানী ঢাকার আজকের তাপমাত্রা ৫৪ বছরের সর্বোচ্চ রেকর্ড । তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.২ ডিগ্রী সেলসিয়াস। ১৯৬০ সালের পর এটি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, ফরিদপুর ও চাঁদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।