ভাগনি জামাই ক্রিশ্চিয়ান সেইন্ট জন পার্সিকে বরণ করলেন শেখ হাসিনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতজামাই ক্রিশ্চিয়ান সেইন্ট জন পার্সিকে বরণ করলেন খালাশাশুড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শেখ রেহানার মেয়ে কাউন্সিলর টিউলিপ সিদ্দিকীর বর ক্রিস পার্সিকে বরণ করার মুহূর্তে অনুষ্ঠানে টিউলিপের খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ উচ্ছাস প্রকাশ করেন।
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের ইমপ্রেশনস ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত বিবাহোত্তর অনুষ্ঠান শুরু হয়। এর আধা ঘণ্টা পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেন। তিনি অনুষ্ঠানস্থলে এসে মাথায় হাত দিয়ে ভাগনি জামাই ক্রিশ্চিয়ান সেইন্ট জন পার্সিকে কে দুআ করেন।
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা উপস্থিত থেকে ভিন্ন সংস্কৃতির জামাই ক্রিসকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ক্লাসিক্যাল নৃত্য, ফোক নৃত্য, গীতিনাট্যা, গানসহ বিভিন্ন পর্ব উপভোগ করেন।
আমন্ত্রিত অতিথিদের প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়, তাঁর স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল, পুতুলের স্বামী, শেখ রেহানার ছেলে রেজোয়ান সিদ্দিকী ববি, ছোট মেয়ে রুপন্তিসহ তাদের আত্মীয় স্বজন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ব্রিটেনের বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ প্রায় সাড়ে তিনশ অতিথি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
টিউলিপের মা শেখ রেহানা মেয়ের দাম্পত্য জীবনের শুরুতে সবার কাছে দুআ কামনা করেন।