বৃষ্টির জন্য মসজিদে মসজিদে দোয়া

প্রচন্ড তাপদাহ ও গরম থেকে মুক্তির লক্ষ্যে বৃষ্টির জন্য জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন বৃষ্টির জন্য দোয়ার অংশ হিসেবে ইসতিসকার নামাজ পড়া আহবান জানিয়েছেন।
রাজধানীসহ সারা দেশে আজ জুমার নামাজের খুতবায় খরা ও তাপমাত্রা বৃষ্টির বিষয়ে ইমামগণ বক্তব্য রাখেন। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন। একই সাথে তারা আল্লাহর দরবারে তওবা ও গুনাহ মাফের জন্য দোয়া এবং বৃষ্টি প্রার্থনার বিশেষ নামাজ তথা ইসতিসকার নামাজ পড়ারও  আহবান জানান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররামের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন  বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ার আহবানা জানান।  তিনি সারাদেরশের প্রায় সাড়ে ৪ লাখ মসজিদের ইমামদের কাছে এই আহ্বানা জানান।
তিনি বলেন, প্রতিটি মসজিদের খতিবদের কাছে আমার আহ্বান ৫ ওয়াক্ত নামাযের মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া করবেন। সম্ভব হলে প্রতিটি এলাকায় নামায পড়বেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ওপর আরো বড় ধরণের গজব নাযিল করতে পারেন। আমাদের গুনাহ’র কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। গরম বেশী পড়ছে। তাই বৃষ্টির মালিকরে কাছে প্রার্থনা করুন।  মানুষ যদি আল্লাহর পথে ফিরে না আসে তিনি আরো বড় গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন। নিজেদের পাপের জন্য তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। ক্ষমা চাইতে হবে। বড় ধরনের কোনো গজব যেন না দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button