বিমানের টয়লেট থেকে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার
রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৯৩৬টি স্বর্ণের উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন ১০৬ কেজি। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৪৬ কোটি ৮০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, শনিবার বেলা আড়াইটার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারিকে আটক করা হয়েছে। তবে কে বা কারা এ বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত তা এখনো জানাতে পারেনি কাস্টমস গোয়েন্দা পুলিশ।